যাপিত জীবন
জীবন শুধু ধারণের নয়, যাপনের।
যে ভাগ্য জন্মায়না সোনার চামচ বহনের।
প্রত্যক্ষ করো তার রূপ, রস, গন্ধ;
টিকে থাকাই যে প্রাণের আরাধ্য।
যা কিছু অতি সামান্য প্রয়োজন,
সামর্থ্যের যোগানে করো আয়োজন।
যে দু:খ-যন্ত্রণা বহে অসম্মানে,
শক্তি ল়ভে তা বহুগুণাকারে।
সুখের বাহন চড়ে নেতৃত্ব,সম্মান;
হোক না সে সত্য মিথ্যায় বহমান।
মানুষই প্রকৃতি, মানুষই ঈশ্বর,
বিবেক খুঁজেনা কোন্ সে মহেশ্বর!
শুধু দুরত্ব করে নৈকট্যের আরাধনা,
জীবনেরই নাই যে যাপনের বিবেচনা!
আঘাতের মানুষ না থাকলে পাশে,
ব্যাথার উপলব্ধি হত না অহর্নিশে।
নিভূ নিভূ প্রদীপ আধাঁরেই জ্বালো,
প্রবঞ্চনাতেও রয় অন্তহীন আলো।