জয়-পরাজয়

জানো তো,
সংশপ্তক কাকে বলে?
পরাজয়ের সম্ভাবনা
জেনেও যে যোদ্ধাহত
মৃত্যুর বন্ধুর পথে সুস্হির;
সেও তো এক অর্থে
পরাজিতই এ ভুবনে
তবুও কেন আমরা
মৃত্যুর তরে রই অস্হির?

জীবন যুদ্ধ নয়তো শুধু
জয়ের মালা পরা,
পূজোঁর অন্জলীও কখনও
লাগে পরাজিতেরে দেয়া।

সত্য প্রমাণের অভাবে,
মিথ্যে অভিযোগের ভ্রান্তিতে;
বিশ্বাস ছিলো যে আশ্বাসে;
তা হারায় পলকের নিঃশ্বাসে।

কিসের ভয়ে আজ
বেলা শেষে দোষ খুজোঁ
পালাবার তরে?
যাও তবে চলে যাও
যদি ডরাও বীর হয়ে!

জীবন যুদ্ধে সাহস লাগে
জয় বা পরাজয়ে।

যদি বাচঁতে চাও
তবে দৌড়াও...
শুধু ছুটে চলো
যদি হতাশ হও,
মনোবল হারাও,
থেমে যাও,
তবেই জেনো
পরাজয় তোমার।

জীবন বা মৃত্যুই
সেখানে ফুলের মালা।
জুড়ায় যেন সব
প্রশ্নবানের জ্বালা।।