জলফরিঙের গান
বারান্দার গ্রীল ছুঁয়ে পাই
তোমার লাগানো হাস্নাহেনার গাঢ় সুঘ্রাণ;
গোলাপের কাঁটার ধারালো আচঁড়ে
তাই ভুলে যাই সব অনধিকার !
খুব বৃষ্টি হলে চোখের কার্নিশে
জমা হয় জলফরিঙের গান;
বারান্দা জুড়ে ফুল কলির সোপান,
ছুঁলে ফোটে অপরাজিতার বাগান !
তোমার জীবনানন্দ শোনানোর বাহানা
আর আমার নিরীহ নীল আকাশ ;
একসাথে ডুবে মন্থর সন্ধ্যায়;
তারপর ঘটা করে জোছনায় স্নান !
সত্যিই এ শহরে একদিন
মধুর বসন্ত আসবে,
দেখো, রাতারাতি পেয়ে যাবো
আনাঘ্রাত এক সুনীল সকাল !
যত্ন করে তুলে রাখবো সেই
ভালবাসার কাল মহাকাল ।।