জলের জাগরণ
শব্দ যেখানে শেষ,
সুরের তো সেখানেই শুরু।
মাঝে মাঝে নিজেকে
লক্ষ্যবিহীণ অর্জুণ মনে হয়।
যেনো নেই কোনো টার্গেট ...
নেই কোনো চার্জের সকেট!
বুকের নিভৃত থেকে
উঠে আসে অরণ্য পিপাসা।
উত্তরের হিমেল মেঘে ভাসে
দূরের দক্ষিণ সমুদ্রের জলোচ্ছাস।
মহাভারতের অমৃত সমান কথা
শুধু পূণ্যবাণেরাই শোনে।
জীবনে অকৃপণ বিধাতা
কাউকেই একক ভাবে
সুখ দেন না।
যার যার জীবন সংগ্রাম
তাকেই করতে হয়
আর,
প্রেমের শোক যখন আসে;
তখন,
তেপান্তরের ধূ ধূ বালির মাঠ
খুড়ে জেগে উঠে
এক পুকুর জল!