যোগ্যতার অয়োময়
সম্মান আর ক্ষমতা এক নয়;
অযোগ্য হলেই শুধু বাদ পড়ে তাও নয়,
কখনো অধিক যোগ্যতাতেও বাদ হয়!
ক্ষমতার সাথে আসা সম্মান,
তার সাথেই চলে যায় যথাস্হান।
যদি পেতে চাও সম্মান
মানুষের মনে করে নাও স্থান,
যা হারায় না তার দান!
হয়তো দুখেরও দুঃখ বইতে দুঃখ হয়।
কতকাল রবে বহমান সব দুঃসময়?
সময় যে কতই দেখায় তার অয়োময়!
এক প্রভাতে হয়তো শেষ হবে অসময়।
সন্ধ্যারও হাওয়ায় এ এলোমেলো ঝিল,
জীবন মৃত্যুর ভাবনায় উড়ে আবাবিল!
যদি ঢিল ছুড়লেই পালায় দুঃসময়ের পাখী;
তবে তাতে কেন নিজেকে ডুবিয়ে রাখি?