যদি
যদি সূর্য হও,
তবেই হিমাদ্রির বরফ গলবে।
শেকড়হীন রোদের শূন্যতা
দেখেছো কি কখনও?
স্বপ্ন আধাঁরের আতঙ্ক?
শূন্যমাঠে স্বপ্ন ভাসে
মূল যায় গভীর অন্ধকারে...
স্বপ্ন আর কল্পনার যদি
সীমাবদ্ধতা না থাকতো,
তাহলে পথশিশুর মতন
মুখ তুলে হয়তো শীতে
উষ্নতার দেখা পেতাম