জোছনা

জোছনা দিয়েছে আড়ি,
আসে না আমার বাড়ি।

নীশিরাত হাহাকার বাতায়নে
চুপি চুপি গুন্জন বাতাসে!
এলোমেলো হাওয়ায় কেবলি
রাতে নেই কোনো কলকাকলী!

আহা..
নিঝুম রুমঝুম বাতাসে
চাঁদ কেনো দেয় আড়ি
জোছনা আসেনা যে বাড়ী