কথা ছিলোনা একা থাকার
এ দায় নেয়ারও আজ কোথাও কেউ নেই।
এখন শান্তনা শুনি,
ভবে সবাই আমরা এসেছি একা
যাবোও একা।
সমাজবদ্ধ জীবনে সমাজ সংস্কারের নীতি
মনের মত মন না মিললে হয় যে দূর্ণীতি।
একাকী জীবন সমাজে হয় একঘরে
বন্ধুরা গল্পের আসরে সরাসরি বলে,
তোমার সনে মিলবে না সারাজীবন ভরে
মানব মন বড়ই আজব পরিবর্তনশীল
যদি থাকে অর্থনীতির দাপট
তবে হয়তো কাটে অনেক আপদ
অতীত বর্তমানে জড়িত ভবিষ্যতের প্রভাব
মানবমনে যে বড়ই মানবতার অভাব
প্রানহীন নিছক কিছু শব্দবিন্যাস
অসীম শূন্যতায় ধেয়ে আসা দীর্ঘশ্বাস
চিরায়ত শূন্যঘরের একমাত্র বাসিন্দা যেন
রচে যায় জীর্ণসংস্কারের কবিতা।
জেগে থাকে ঘৃনা, জেগে থাকে ভালোবাসা
ঠিকানাবিহীন অস্তিত্বে বাচেঁ কঠিন আশা।।