পথিক চলেছে
জন্ম-মৃত্যুর মাঝামাঝি জীবনের পথে
গড্ডালিকা প্রবাহে ভেসে হয়নি পথহারা,
সততায় গড়েছে বঞ্চনা ও সম্মানের গতিধারা।
কেমনে ভুলিবে এ কন্টকাকীর্ণ পথের
অর্ধাহার অনাহারের দূর্দিন!
অসীম অপেক্ষায় থাকে কবে আসবে
সুখ ও স্বচ্ছলতার সুদিন।
এ জগতে পূনর্জন্ম কিছু আছে কি সে আশঙ্কায়
চেনাজানা প্রয়োজন জ্ঞান ও স্বশিক্ষার বাসনায়।
অন্ধকারের মাঝে সবচেয়ে সে শরণ ভালো
যে প্রেম জ্ঞানের থেকে পেয়েছে গভীর আলো।
মানব ক্ষয়িত হয়না ধর্ম,জাতি ও ব্যক্তির ক্ষয়ে
জেগে ওঠে সকল মানব রাত্রি দিনের উদয়ে।
যতদিন না শূন্যতায় বাসনার ষোলোকলা পূর্ণ হয়
ঠিক ততদিন জীবনের কাব্যে বাঁচার সঙ্কল্প রয়।
নিদারুণ অনুকাব্যে বয় জীবনের উচ্ছ্বাস
মানুষের নিরন্তর প্রয়াণে থামে পৃথিবীর দীর্ঘশ্বাস।।