জীবিত না মৃত
ক্ষনে নিজেকে বাহবা দিই,
বেশতো শক্তপোক্ত জীবন!
পরোক্ষনেই জীবন মুচকী হেসে
ফ্ল্যাশব্যাক টানে;
সুখের চেয়ে দুখের স্মৃতিই
মনে বেশী জাগে।
রঙ-বেরঙের কষ্ট দাতাদের,
ক্ষমা করবো না ভাবলেও;
পরোক্ষনেই মনে হয়,
যেদিন গেছে, তা চলেই গেছে;
কি হবে তা মনে রেখে?
কঠিন পথটা তো পেরিয়েছে!
আবার, কোন কোন দিন লাগে,
বড় বেশী ভারাক্রান্ত আর একাকী;
অথচ অন্য কোনোদিন,
এ একাকীত্বটাই বেশ অনুভবি।
মনে হয়,বাড়তি ঝামেলাহীন,
এই বেশ ভালো আছি।
হয়তো পৃথিবী পরিক্রমার মতোই,
ভাবনারা ফিরে কিন্তু সময় ফিরেনা ;
জীবিতরা ভবিষ্যতে এগোয়;
আর যারা মৃত, তারাই আটকায়!
মনে প্রশ্ন অব্যাহত,
আমরা কি জীবিত না মৃত?