ঝড়ো চাঁদের হাসি

অযথা যদি ঝড়ের কবলে পড়ে,
ডানা মেলা পাখীর ডানা ভাঙ্গে..

অথবা যদি কোনো খাঁচার পাখীর,
দরজার চাবি যায় হাড়িয়ে..
তবে কেউ কি নেয় তা জোড়ার
বা তালা ভাঙ্গার দায়?

ঠিক জানা নেই আমার!
একবার ভাবি,
খাঁচার তালাটা ভাঙ্গবো নাকি
আবার ভাবি,
কখনো তো ভাঙ্গিনি কারো ঘর!
ভাবতে ভাবতেই যায় সময় প্রহর।

যদি আমার যত্নে
পাখীটা আবার উড়ে
তবে তো আনন্দের আশ্বাস!
তার চোখে দেখবো না কি
অনাবিল অসীম আকাশ?

তবে তো এ ঘর ভাঙ্গা নয়,
বন্দী পাখীর মুক্তির দায়।

বৃষ্টিটা ছিলো তপ্ত দাবদাহে,
শীতল করা মন মাতানো আবহে!
কিন্তু
সে ঝড়কে কেমনে মানি?
যে ভাঙ্গে ডানা আর
হারায় কাঙ্খিত মুক্তির চাবি!

রজনীগন্ধ্যার গন্ধ সুধা কি
সত্যিই বাধঁ ভাঙ্গে চাঁদের হাসির?