ঝিনুক
একা ফেলে চলে যাওয়া তো
নয় কোনো নতুন যামিনী,
আগেও জানা ছিলো হৃদয় পুরে
অঙ্গার জুড়ানোর এ কাহিনী।
তবুও কেন জাগে হৃদয়ে রক্তক্ষরণ তত্ব
কষ্টে হয়েছি গুটানো শামুক ঝিনুক শক্ত।
জানি ঝিনুক নীরবে সহে
গড়তে মুক্তো কষ্টের আবহে।
আঘাতে আঘাত লাগলে
যেন আরও বেশী ব্যথা হয়,
ধরিত্রীর মতন সর্বংসহা এ প্রাণ
যেন অযথাই টিকে রয়।
টিকে থাকা জীবন হয় এক কঠিন যন্ত্র
জগত যেন ভুলে যায় প্রেমারোধনার মন্ত্র।।