জানার চেষ্টা বৃথা তাই
দিন শেষে বেঁচে থাকি
সমুদ্রতীরে উল্টে গুটানো
শামুকের উপলব্ধিতে!
যতই জানি,
ততই বুঝি কত কম জানি।
শুভ সকালের ম্লান কপাট খুলতেই
আজানুলম্বিত শিথানে বুলবুলির বাজনা
ভাবি কেমনে দিব বেঁচে থাকার খাঁজনা
অর্বাচীন কীটের তচনচে শ্রান্ত জীবনবোধ
খোলা জানালায় নানান পাখীর কলতান
ঝড়ের পরে দেখায় দায়িত্বহীনতার প্রতিদান।
ক্ষনিকেই কাফকার আরশোলা বাহানা,
জেগে উঠে দেয় না কোনো শান্তনা।
কিন্তু ঝিনুকের নীরবে সহা যন্ত্রনা,
বা ফিনিক্স পাখীর পূনর্জীবনও ভুলিনা।
এমনকি জামার ভিতর থেকে বেড়ুনো
আকবর বাদশার মোহরও যাদু বুঝে!
কম জানার ধরাপড়া কি
বৃথা করে নতুন জানার আরাধনা?
কতটা কম বা বেশী জানি
পারো কি করতে বিবেচনা?