জাগতিক

পাষান প্রাণ স্পর্শে
অনুপ্রবেশকারী,
জাগতিক স্পর্শে
নটরাজ বহুগামী।

ফালা ফালা হৃদ
বুক ফাটে না, শুধু ব্যথা!
হৃদস্পন্দণ কম্পমান,
বহে নীল যমুনা।

ব্যথাতুর মনে
ফোটে না কথা ।
রক্ত চুইয়েও পরে না,
যদিও খুন ঝরে,
জানবে তাতে
প্রাণ থাকেনা ।