জাগ্রত দুঃস্বপ্ন
যদি কাউকে বুঝতে দাও
তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ;
তবেই সেরেছে আর কি;
লোকে তো ভেঙে যাওয়া বাড়ির
ইটও খুলে নিয়ে যায়!
কেমন আজব সব আপন
মানুষের মানসিকতা
সুঁই হয়ে ঢুকে, হৃদয় চিড়ে বেড়োয়;
আবার কখন গর্তে পরবো
বা ধাক্কা দিয়ে ফেলা যাবে
সে অপেক্ষায় দিন গোনে স্বজন !
দিন-রাত ঘুম নেই, যেন অনেকটা
দেয়ালে পিঠ ঠেকে যাবার মতন।
দ্বার খুলে জীবনের সব লেনদেন ;
জেগে দেখা দুঃস্বপ্ন গুলো,
উপায়হীনতার আড়ালে খুঁজে
নিশ্চিত মুক্তি আর বিধাতার আশ্রয়।।