হিম আকিঞ্চন
কুহেলী হিমেল উত্তরীয় জড়িয়ে,
এসেছি পথিক অচীনপুরে;
হয়তো মনে রবো কারো,
দু এক প্রহর জুড়ে।
উজান স্রোতের নাবিক কেউ,
যখন যোঝে খরস্রোতা;
বন্ধুর মত রাশি রাশি ঢেউ,
জাগায় অফুরান নির্ভরতা।
আকাশনীলের ধ্রুবসত্য
চেনা বা অচেনা গন্ডিতে,
মেঘের বালখিল্য সুকুমার ছন্দে,
মন ভেজে তুষার ঝরার আনন্দে।
যে সংকল্পে ধরেছি তান,
স্মরণেই শুধু সহাবস্হান ;
তবে অচলায়তনের শুভ্রতায়,
এ কোন দৃষ্টিবিধূর কলতান?
সবিনয়ে এগুবে
জরা মৃত্যুর আলিঙ্গন;
হে প্রভু, মোরে তুমি
করো আকিঞ্চন!