হেমন্তের বৃষ্টি

ভরা হেমন্ত গাইছে গান
বর্ষার আকুল করা বৃষ্টির;
মন যেন ব্যাকুল করে
এ শীতল জল সৃষ্টির।

কফির কাপে উড়ছে ধোঁয়া
মেঘের গায়ে বৃষ্টি,
শিউলি মালায় সিক্ত বকুল
এ কোন অনাসৃষ্টি!

সকাল গেলো বিকেল এলো
সান্ধ্য চোখের দৃষ্টি,
রাতে হাসবে হাসনাহেনা
বৃষ্টিস্নাত তাল বাহানা;

যদিও প্রতি রাতেই
আমি দেখি হাসনাহেনা
ফোটার অপরূপ সৃষ্টি,
রাত পোহাতেই
আরও দেখি তার
ঝরে পড়া কষ্টের সৃষ্টি!

একাকী এ ভেজা ক্ষনে
মন রয় সঙ্গী বিহনে;
তবুও জীবন কাটবে ভবে,
এ ধরা শুধু বয়েই যাবে।

আর, বৃষ্টিস্নাত হাস্নাহেনার
গল্পটি শুধু মন ছুয়ে রবে!!