হারের শিকল
যতদূর বাধেঁ আমার এ জীবন
ততদূর যেন এ হারের শিকল।
ততটা পথই খুজিঁ আমি
শিকল কাটার কল।
জানো কি;
পূজোর অর্ঘের পর, ফুল কোথায় যায়?
সেই ভাগারে।
যেখানে অজস্র আবর্জনার্ স্তুপ;
ফণিমনসার বনে ষটিবনে
তাহাদের ছায়া পড়ে না।
যত রক্ত ঝরে শিকারীর শিকারে
ততটা প্রাপ্তি নয় তার বাহারে!
তবুও মনে হয়,
হারের শিকলই যেন
সে অর্ঘথালার নিবেদন।
এ হার যদি আনে কোনো জিৎ,
তব প্রাপ্তিই হোক মোর পথিকৃৎ।।