এলোমেলো হাওয়ায় সন্ধ্যার ছায়া নামলে,
সন্ধ্যাতারার আবেশে নানান স্বপ্ন মনে দোলে।
দিন গেলে কি আর কখনও তার দেখা মিলে?
হয়তো মিলতেও পারে আকাশের ঐ অন্তনীলে!
পিদিম জ্বলা সাঝেঁর বেলায়
তোমার সেসব স্মৃতিগাঁথা;
শান বাধাঁনো ঘাঁটের বাতাসের কিছু গন্ধ
তটিনীর মৃদু ছন্দের অনাবিল সে আনন্দ...
নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখীর ন্যায়
আমিও বুঝি বাতাস ভুলে যাই।
ঐ সন্ধ্যাতারার জ্বলা দেখে ভাবি,
এ মন দেব কি দেব না আর কাউকে!
বেলা শেষের উদাস পথিকের ব্যর্থ এ পরান
শুধুই হবে বর্জন নাকি করিবে কেউ অর্জণ?
জানিনা এ পরান দেব কারে
হারানো হিয়ার নিকুন্জে পাবো যারে
নিপসম নিরুপম মনোরম
আবেশে মোর দেবতম;
বাকী জীবনের সূর্য সময়
সকাল সন্ধ্যা বেলা সুখ সুন্দরম।।