ভেবে দেখো উচ্চতা দিয়ে নয়
অনুভূতি দিয়ে গভীরতা মাপতে হয়।
ঘুম ভেঙ্গে, স্বপ্ন ভেঙ্গে জেগে
নিজেকে করি আবিস্কার
ভাঙ্গা মনে প্রেমানুভুতি
এখনও হয়নি বহিস্কার!
তার গভীরতা মাপতে চাই,
দায়িত্ত নিয়ে সুবিচার দেখাই;
নিজেকে প্রমানের পরীক্ষা দরকার;
দায়িত্বহীন মানুষের হয়না সংসার।
যদি এ জীবনে যেতো পারা,
সকল ভাঙ্গাগুলো দেয়া জোড়া ,
অসময়ের জেরে সময়কে তাড়া
জীবন হতো আনন্দে মাতোয়ারা!