গোলাপ ফোটানোর দিন
আমাকে ভালো বলা যায়
কিংবা খারাপ
কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে
আমাকে উপেক্ষা করা যায় না।'
একদিন সে অহংকারও
ভেঙ্গে দিলে।
আমার পতন হলো।
তোমার হাত ধরে সমান্তরালে
হাটঁবার যোগ্যতা ছিলো না।
সেটাই একমাত্র কারণ..
আমি এখন স্বাধীন।
যদিও শুনেছি,
স্বাধীনতা নাকি গোলাপ
ফোটানো দিনের সমান।
তবে তাতে যে কাটাঁর আঘাত!
সে কথা নিয়ে কেউ বলে না যে!
নানান ভাবনা চলে..
মনে নাকি মস্তিস্কে?
তাও বুঝতে পারিনা।
ভাবনার স্বাধীনতাটাও হারিয়েছে..
সেখানে কেমন করে নিজের
স্বাধীনতা পাওয়া যায়,
আমার জানা নেই।