গহীণ রাজ্যে
কখনো সাজোনি কি দেশে
হলুদ বাসন্তী সাজে?
বুকের গহীনে কি
সে সুর বাজে?
দেশে ফেলে আসা সেই
বাসন্তী উৎসবটা একবার;
দেখোতো মনের আয়নায়!
ফাগুনের দোল আর পূর্ণিমায়
যাতে ছিলো না দিয়ে কথা
রাখা না রাখার যাতনা!
তুমি যদি চাও,
মন হারাতে পারি এ শীতেও!
স্নো বল হই নর্থ টেরিটোরিতে!
বা, প্রচন্ড ঝড়ো হাওয়ায়,
হলুদ বা সবুজ পাতার বসন্তকে
সাদা বরফে মোড়াতে!
তুমি যদি চাও,
বরফের এ দেশে,
ঘরে আগুন জ্বালিয়ে,
সন্ধ্যায় বানাই চিতই পিঠা!
তারপর, চা বা কফির আধার?
কোনটা চাই তোমার?