শঙ্খচিলের ডানায় সর্বদা লাগে গোধূলীর রঙ
নিদ্রাহীণ ভেলায় ভাসিয়েছি অনাস্বাদিত যৌবন
শোভে না এ দৃশ্য যৌবনে জরা
সঙ্গীহীন জীবন যেন হীনতায় ভরা
পড়ন্ত বিকেলের জৌলুস হারানো সূর্যকিরণ
লোকে বলে খালি কলসী বাজে ঝনঝন!
পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্নে করো কিসের অহংকার
সমস্ত দিন শেষে বাজায় শঙ্খচিল গোধূলীর ঝংকার
জীবনের সব লেনদেন তবে কি সত্যিই ফুরায়?
কেন তবে অন্ধকারের অপেক্ষায় হৃদয় রক্তক্ষরণ ঝরায়!