ফেরারী মন
দূর বনবাসে জাগে
আকুলপারা মন!
জেগে জেগে গোনে
তাঁর জাগার ব্যকুল ক্ষন!
তব তরঙ্গ দিশেহারা মন,
কভূ তোলে ভাবনায় জাগরণ!
মাঝে মাঝে জোড় ঢেউ
ভাসুক ঝড়ের বেগে,
আছড়ে পড়ুক শিহরিত
এ মন ভাঙ্গা তীরে..
যদিও ফেরারীকে ভালোবাসা
ভুল এক অদম্য বাসনা,
তবু আমৃত্য স্বপ্নাবেশ কাটে
সমন্ত জীবনের কামনা।।