ফানুস

আলোক প্রদীপের শুভ কামনায় ফানুস
অসীম তারার ভীড়ে উড়ায় মানুষ ;
ফানুস হারায় সপ্তর্ষিমণ্ডল শুকতারায়…
বসন্তে ফুল গাথে আলোর ঝর্ণাধারায় ।

ক’জন সুখ ভোগে পুজোর বরণ ডালায়
ক’জনই বা অরুণ আলোয়
সোনার কাঠিতে আগুন জ়ালায় ?
তবুও স্বপ্ন ভাসে নিখিলের আনন্দ ধারায় ।

ঘুমের জালে জড়ানো কপালে
পাগল প্রভাত হাওয়ার জাগরণে;
দূর হোক মনের কোনের মলিনতা
যে হাওয়ায় হৃদয় নদী সদা বহতা ।।