১৩৩ বছরের দাবী
শোষণে শোষণে যাদের জীবন হচ্ছে ফাঁকা
প্রয়োজন আজ তাদের জন্য আন্দোলন ডাকা।
শুধু ৩৩ নয়,১৩৩ বছরেের পরও কথা রাখেনি রাস্ট্র
আজও ৭৮ ভাগ শ্রমিকের নিম্নসীমার আয় নয় কি যথেষ্ট?
কতকাল আর কতকাল ভাসবো শোষনের রক্তগঙ্গায়
মালিক-শ্রমিক বিভাজন মিটবে কবে এ সোনালী ডাঙ্গায়
কত শিক্ষিত শ্রমজীবি পায় যোগ্য মূল্য
থ্যাঙ্ক ইউ আওয়ারে হয় কি জীবন অমূল্য?
কত শিক্ষিত বেকার সারাদেশে ঘুরে করে হাহাকার
উন্নয়নের তালিকায় তবে দেশ নয় কি বন্চনার?
পৃথিবীতে যেসব বিশ্বস্ত, সততায় একনিষ্ঠ উপার্জনক্ষম শ্রমিক
তাদের প্রতি শ্রদ্ধাবনত প্রেম ভালবাসা উৎসর্গিত শুধু ১'লা মে দৈনিক।
আর যারা বেকার, কাজের অভাবে করে হাহাকার
তাদের প্রতিও শুভকমনা কাজ করে খাবার।
শ্রমিকের মজুরী দিতে হয় তাদের ঘাম শুকানোর আগে;
মালিক সেজে রেখোনা পাওনা বাকী...রাগে বা অনুরাগে।
হয়োনা বিরাগ ভাজন মানবতারর মাপকাঠিতে
সমঅধিকারের আন্দোলনে জ্বলবে জ্বলন্ত ধূপকাঠিতে।
হয়তো অপেক্ষা পৃথিবী বা পরোকাল আখেরাত
বঞ্চনার ইতিহাস ফুরাবে একদিন এ ফুলসেরাত।
শ্রম অধিকার যেন আলাদীনের চেরাগ বা সুদূর স্বপ্নহীণ বাস্তব;
চোখের নোনাজল ধুয়ে জাগো সব আমলা দৃস্টিহীন অপলক!
১'লা মে শুধু নয় ১ দিনের লোক দেখানো সভ্যতার;
বন্দী মে দিবস মুক্তি খুঁজে, কাজ মূল্যায়নের সম্ভাব্যতার।।