জানো তো?
যে আকাশে শকুন উড়ে
সেখানে পায়রা উড়েনা!
এই বিষণ্ণ শহরে নেই
কোনো পায়রার উড়াউড়ি!
মনে হয় শকুনের
বেড়েছে আহার;
এ শহর যে আজ
মৃত্যুর ভাগার।
করোনার করাল আগ্রাসনে
কজ'ন টিকবে বা হারাবে
সেটা জানতে কে যে বাঁচবে?
ঠিক বোঝা যাচ্ছে না,
এ অসুখ মানুষের নাকি পৃথিবীর?
চারিদিকে নিরবতা,নিস্তব্ধতা,
নেই কোনো উত্তাল উচ্ছ্বলতা।
বন্দীশালায় সব মানুষ কেন
এক কাতারে আজ অবরুদ্ধ?
বাচাঁর তরেই যেন এক
একতাহীন একতার যুদ্ধ।
আতঙ্কিত না হয়ে
হও সাবধানে আনন্দী,
নাহয় রইলে বাচাঁর তরে
আর কিছুকাল গৃহবন্দী।
ভেঙ্গে পড়োনা বন্ধু
মনে রেখো ধৈর্য ও সাহস
থেকো সাবধান সচেতন
করো না এমন আচরন
যাতে মনে হয় তুমি অচেতন।।