একাকীত্ব
একাকীত্ব একপ্রকার অসুখী চাহিদা;
মানুষ তাকেই ক্ষমা করে যাকে
শাস্তি দেবার বা পুনরায় ভালবাসার
ক্ষমতা তাঁর নেই।
যারা আত্মিক,মানসিক, আর্থিকভাবে নির্যাতিত
যারা সসন্তানে ইচ্ছের বিরুদ্ধে একাকীত্বে বাধ্য
জীবনের লক্ষ্য আর স্বপ্ন কে হারিয়ে ফেলে,
তাদের কষ্ট বুঝা সহজ নয়।
অকস্মাৎ তমসা ঘন অবিদিত গন্তব্যে
কৃষ্ণ কুহর যদি করে বর্ণালী শোষণ !
অ-লেখা থেকে যায় শেষের পাতা ;
তবে গুরুত্ব বুঝে, সময়ে বাড়ে দূরত্ব।