একাকীত্বের আশা
একা থাকাই নয় একাকীত্ব,
হাজার মুখোশধারী
মানুষের ভীড়েও
যখন নিজেকে মনে হয়
বেঘোর অস্তিত্বহীন;
তাহাই একাকীত্ব!
একাকী জীবনে কিছু
আশাও জমে থাকে।
আশা রাখি একসময়
পাবো বাকী দুআনা
উটকো অশান্তিগুলো
আর থাকবে না,
সন্ধ্যেবেলা বাগানে
ফুটবে হাস্নাহেনা;
রাতে ঘুমাবো চরম
স্বস্তির আনাগোনায়।
সকালের চায়ের কাপে
শুধু থাকবে অদেখা
ঝলমলে রোদ্দুর;
দূরত্বে ভালোবেসেই হাসবে
সেই অজানা সমুদ্দুর!
মন খারাপের দিনগুলো
আর আসবে না।
মুখোশ পড়া লোকগুলো
আমার চোখের সামনে
আর হাঁটবে না।।