দ্রবণ-দ্রাব্যতা
ফুল ও মধুর যেমন নির্যাসের সম্পর্ক
আর দাউ দাউ ধোয়ার সঙ্গে আগুনের,
ভালোবাসা সারাজীবন ছোঁয়
কোনো কোনো প্রেম ফাগুনের!
লবণ বা চিনির দ্রবীভূত দ্রবণে
যেমন একটা নির্দিষ্ট স্বাদ হয়,
তেমনি সন্তানও একক দ্রবীভূত
নবপ্রজন্মের নিশান বয়।
কালোর সঙ্গে সাদা
কিংবা রাতের সঙ্গে
দিন যেমন আলাদা,
প্রভেদ যেখানে প্রকট
বিভাজন সেখানে স্পষ্ট।
দেখেছো কি ঘাস ও বটবৃক্ষের
একাত্মতা কেমন অলীক?
দূরত্ব যে প্রেমকে করে
অবিশ্বাসী কঠিন অসীম!
কঠিন সত্যকে যে পারে ভালোবাসতে
জটিল জীবন চলমান সহজকাওয়াস্তে।