দৃষ্টির অন্ধত্বে নীলকণ্ঠ
দৃষ্টি নিয়েই অন্ধত্বে ভিন্ন রঙের অস্পষ্টতায়
আশ না মিটিয়ে পলক না ফেলে হারানো
কোনো প্রলয়েই ডাকে না মেঘ ;
প্রার্থনা আর সিম্ফনিতে ফোটে নীলকণ্ঠ ।
মনের মন্দিরে অতুল গৌরবে ভালোবেসে,
অজস্র মাইল হেঁটে বাস্তুহারা পৌঁছে অচিনপুরে।
নক্ষত্রের আলোকবর্ষ পেরিয়ে পাথরখন্ডের উপাসনা
অথবা মেঘের বার্তায় খুঁজে নেয় ফিরতি পথ।
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারায়
কিংবা চোখের বালির ভীরে খুঁজে অন্ধত্তের দৃষ্টি,
প্রয়াত পথে পায়না বাস্তুভিটার হারানো ঠিকানা
পদচিহ্ন না পড়া প্রভাতে নতুন নামে কেঊ ডাকেনা ।।