দোয়া কি অভিশাপ?


জীবনে এমন দোয়া
বা অভিশাপ আগে
দিই নি কাউকে;
বড় সাধ হচ্ছে আজ
শুধু তোর জন্য
প্রেমের দোয়া করি ।

দোয়া করছি,  
নাকি অভিশাপ ও দিচ্ছি...  
যতদিন তুই বাঁচবি,
ততদিন নানান প্রেমে
হাবুডুবু খাবি ।
নারী পুরুষের প্রেম ই নয়,
অর্থের প্রেমেও তুই অস্থির হ’
না মিলুক কাঙ্ক্ষিত আরাধ্যতা ।

প্রতি দশকে দশকে
নানান প্রেমের আগুনে  
জ্বলেপুরে ছারখার হবি ;
ভূমিকম্পে বিল্ডিঙের চাপায়
পড়ে বাঁচার আকুতির মতন,
যন্ত্রনার  দগ্ধতায়
মুক্তি মিলবে না ।
তবুও আমি বলবো না,
বিধাতা ওকে রক্ষা করো ।  

শুধু প্রেমাকাংখা কে
অনুভব করার মতন,
মানসিক সুস্থতার
নেয়ামত থাক ।।
তুই প্রেমেই মর !
তুই আরও বেশী বেশী
প্রেমে পড় !