দরিয়ায় বসন্ত বিলাস

কিছু আনন্দ, কিছু দুঃখ বিরহ
যখন তখন জাগে!
কতকাল যাহা ভিজায়ে রেখেছি
দুই নয়নের ত্যাগে।

এতটুকু তারে দেখেছিনু যবে,
সরলতায় ভরা,
দ্বারে জাগ্রত বসন্ত আজও
আকুল পাগল করা।

তব বসন্তে রুদ্র বিষাদে,
দ্বগ্ধ তীরবিদ্ধ দলছুট
পাখীর মতন;
আহা!
বাক্যবন্ধে স্রোতের ঢেউয়ে
কত শত ঘুম ভাঙ্গে মাঝরাতে!

যে দরিয়ার নেই কোনো কূল
কোথায় ভীরাই তরী?
মম চীর উন্নত শীর
হয়না যে নত
আপোষ স্বীকার করি!!