দোঁহাকার

বন্ধুত্ব ও ভালবাসায় রয়েছে পোষাকী তফাৎ!
বন্ধুত্ব আটপৌরে, ভালবাসাটা পোষাকী।  
যদিও তা সূর্যের মতো সত্য কিন্তু
নিমেষেই নিত্য উদয় অস্তের খেলা।

উদার আকাশের অসীম পাথারে
সূর্যাস্তের পরেই যার আনন্দ পূর্ণিমা;
বিরামবিহীন প্রশান্ত চিরনিশিদিনে
কখনো শান্ত কখনো চঞ্চল অনিবার।

নিত্য নবপ্রভাতের শিখরচূড়ায়
ভালবাসা খোঁজে চরম অধিকার;  
কখনো কখনো স্পর্শহারা বিচ্ছেদে,
হারায় আরোপিত স্বপ্নের ভুবন।

বন্ধুত্বের আটপৌরতায়,
আঁধারের বক্ষে তারার ক্রন্দনে
নেই ক্লান্তির স্থান;
নিবিড়তায় কোনো শূন্য, শূন্য নয়,
ব্যথাময় অগ্নিবাষ্পে পূর্ণ সে গগন!  

ষট্চত্বারিংশ বসন্ত বিদায়ে বলি,    
ভালবাসার আনন্দপূর্ণিমার পাশেই
রুক্ষতার আকাশবিস্তীর্ণ অপ্রাপ্তি ।

বন্ধুত্বের দোঁহে বয় প্রাণের নিশ্বাস
নয় কোনো মহাবেগ যুক্তির বিশ্বাস।