শাণিত অস্ত্রহাতে অজস্র শোরগোলে
শ্লোগান ওঠে, বিপ্লব চলে;
বেহায়া শাসক-শোষকের লাগেনা কোনো আচর,
স্বাধীনতা যে আগুনের লেলিহান শিখায় অগোচর।

মায়ার মোহ ছিন্ন করে জাগুক চিত্তি
মানুষের মাঝে বিলীন হোক অমানুষবৃত্তি;
ঝলসিত আদর্শ হোক জাগরণের প্রাণ
পথভ্রষ্ট মানব পাক প্রেমময় মানবতার দান।

পাথরের স্তব্ধতায়
আগুনের লেলিহান দগ্ধতায়
পাষন্ড ঐশ্বর্যধারীরা হও সাবধান
কারারুদ্ধ মানবতাবাদীরা আজ আগুয়ান।।