বহুদূরের সাদা আকাশ
কালো মেঘ নেই, নেই বৃষ্টিবাতাস
থমথমে শুভ্রতায় লাল কৃষ্ণচূড়ার ডাল
যেনো স্তব্ধতায় থমকানো মহাকাল।
কি যে সুন্দর লাল সাদার সে দিগন্ত
নববর্ষের রঙ যে সেথায় অফুরন্ত!
এখানে সবুজাভ মাঠ আর শরতের নীলাকাশ
মাঝে লেকপাড়ের সাদা কাশের অপূর্ব সহবাস।
স্তব্ধ কাকডাকা দুপুরে ভাতঘুমের পায়তাড়া,
স্সৃতি রোমন্হনের বোধ যেখানে দায়সারা;
অজান্তেই ধেয়ে আসে বর্ষা বন্য বাতাসের গর্জণ
শরতে অঝোর মনোরম বৃষ্টির রুমঝুম চমক!
আকাশের কান্না যেনো বৃষ্টির ধারা
ভালোবাসি শুনতে এ মন দিশেহারা!