দিব্যদৃষ্টি
কাফকা বেঁচে থাকলে হয়ত
চিঠি লিখতে অনুরোধ করতাম।
নাহয় এ ডিজিটাল যুগে তিনি
ই-মেইল এ রিপ্লাই দিতেন!
প্রিয় পুতুলগুলো যে হারাচ্ছে,
তন্ন তন্ন করে ঘরে বাহিরে খুঁজছি ,
চেনা -অচেনা গলি ঘুঁপছি
কোথায় না রেখেছি বাকী!
তিনি কি শুনতেন সে বোবা কান্না?
একের পরে এক পুতুল হারানোর কষ্ট?
তিনি নেই বলে আসে না কোনো চিঠি ;
পুতুলের হয়ে চিঠির কথা ভাবেইনা।
কেউ বলে না, পুতুল হারায়নি গো;
সে ফিরেছে ভিন্ন রুপে, ভিন্ন সময়ে,
হয়তো অন্য কোনো জনমে...
ধৈর্য ধরে দিব্যদৃষ্টিতে খোঁজো।।