ধূমকেতুর হৃদয়

পরন্ত বিকেলে স্থবির বসে ভাবি
মাঝরাতে জেগে থেকে ভাবি...
সেই তো আবার মানুষ খোঁজা,
আবার একটা হৃদয় খোঁজা!


অপেক্ষায় থাকুক এ সুবাসহীন বসন্ত,
সাম্য, দ্রোহ ও প্রেমের আবেশে;  
থাকুক এ বিকেল আলোড়নহীন।
অগ্নিবীণা হাতে ধূমকেতুর মতোই
এক বিকালে কেউ আসবে সে বিশ্বাসে।

শতাব্দীর লালিত সুখের সজ্জায়
ভাঙ্গেনি যে কঠিন চৈতি রাতের লজ্জা!  
সে স্বার্থপরতার ঘুম ভাঙ্গবে একদিন।
পশ্চিমা বাতাসে যেমন ঝরা পাতায়
বিষন্ন হয় পুবের উঠোন,
ঠিক সে বিষন্নতায় বসন্ত হারায়
নতুন হৃদয় খোঁজার প্রেমে।

সেই তো আবার মানুষ খোঁজা,
আবার একটা হৃদয় খোঁজা।।