জলবিহনে জীবন অচল,
প্রেমবিহনে দগ্ধ জীবন অচল।
মনুষ্যবিবেক বিসর্জনে বহমান অচলতায়
টিকেছি প্রেমের নির্যাতনের প্রভাব সচলতায়,
জলের তৃষ্ণা না মিটিয়েই বাচেঁ এ বিবেক অনল
পরিনাম যে দুঃসহনীয় নিস্কাম সত্য অচল।
হাজার বছরের পথে এখনও উল্কাপাত
দীপ্ত স্বপ্ন মহিমা গর্ভে নিয়ে চলমান,
স্রোতে বিপরীতে সাতঁরে আজ ক্লান্ত
তবুও জীবন অনাহুত নয়, যেন উদভ্রান্ত।
যদিও উত্তর মেঘ দক্ষিনেও যায়
যক্ষ নই আমি, তবুও কেন নির্বাসন?
যেসব বিরহ নিয়ে কাব্য লিখেনি কালিদাস;
দুঃখ ভালোবেসেই সর্বদা হয় প্রেমের ইতিহাস।
ধরিত্রীর ধারায় ধাবমান ধ্যান ধর্ম;
মানব ভোগ করে যে যার কৃতকর্ম।