চক্রাকার মেঘ

মনে হয় তোমার মাঝে ছিলো
এক বিচিত্র ভালোবাসার আহ্লাদ,
যখন প্রেম ছিলো, মনে হতো
জরাগ্রস্ত নিঃসঙ্গ উম্মাদ !
ছিলাম যুগলবন্দী অনন্তের
সেই শতজনমের হংস মিথুন!
যে কিনা আত্মঘাতী হতে চেয়েছো
আমৃত্যু দূরের পালানো ছিন্নমূল!!

শুধু চারিদিকে ভালবাসার ভয়
প্রিয় মানুষকে না পাওয়ার ভয়,
তাকে পেয়েও হারানোর ভয়,
কিংবা তাকে ছেড়ে যাবার ভয্‌
বা ভালোবেসে আগলে রাখার ভয়;
কারো ক্ষেত্রে ভালোবাসায়
অকপটে অবহেলার ভয়!
ভয় ছাড়া কি আর ভালোবাসা হয়?

আজ মেঘ সত্য, বৃষ্টি সত্য,
কুয়াশা সত্য, সাগর-নদীর পানি সত্য!
এমন অনেক সত্যের মতন
সূর্যাস্তের দ্রাঘিমাসাপেক্ষে  
সাগর, নদী বা যেকোনও
জলাধারের পানি মেঘ হয়ে ভাসে–
চক্রাকারে বৃষ্টি হয়ে ফিরে আসে,
বা, মেঘ হয়ে ফিরে যায়!!