চিন্তা

চিন্তার ওজন আছে কি নেই,
তা আগে ভাবিনি
আজ হঠাৎ ই ভাবছি।

এত যে মানুষেরা
সুচিন্তা কুচিন্তা দুশ্চিন্তা
কত কি করে,
তা মন শরীরে
প্রভাব পড়ে বৈকি!

কিছুকাল নাহয় আরো
রহিতে কাছে'
এমন আবেশীরা
সুচিন্তায় পড়ে।
আর যারা অন্যের ক্ষতির
চিন্তায় মশগুল?
তাদের কুচিন্তাশীলতা
অন্যের দুশ্চিন্তার কারন!

সবচেয়ে বেশী ধরা খায়
বেকুব গুষ্টির দল
তারা বুঝেই না যে
কোনটা আনন্দ আর বিপদ!