জীবন চলায় চেতনাচ্ছন্ন মন যখন শ্রেষ্ঠ রত্নাকর
তখন গোলাপ গন্ধে পাই হৃদয়ের বহ্নিশিখা!
বৃষ্টিস্নাত বর্ণীল রঙধনু খুজেঁ
সুবর্ণমন্ডিত অতীতের হারানো রত্নরাজি,
যেন আপন আকাশের ধ্রুবতারা
বাচেঁ শুধু কর্তব্যের তরে জীবনবাজি।
দূরঅতীত হতে অদ্যাবধি নিয়েছি কান্নার শেষাংশ
একাকীত্বের নির্জন দুপুর আর রাত অমীমাংসিত
ছোয়াঁ হয়না দীর্ঘ দিন সেই নীল নীলিমার বিকেল
রজনীকান্ত বিনিদ্র পূর্বাহ্নে ঝিলের ফোটা শতদল
আলোকে আলোতে নয় জানতে হয় কালোর অন্তরীক্ষে;
অভিশপ্ত জীবনে বিজলীর অনলে তাই মেঘের আবির্ভাব।
আমি কালো বলেই জেনেছিলাম,তুমি কতটা আলোর বিস্ময়;
সে আলোতে জ্বলে পুরে হলাম আরো অঙ্গার অক্ষয়।
আমাদের যে প্রজন্ম, তার নাম রাখা হলো নূর,
যে আলো আর কালোকে নিয়ে গেলো দূর বহুদূর।