সূর্য ঘুমায়, গস্ভীর শ্রাবণে
ভিজে শালিক একাকী ভূবনে
দীর্ঘ স্নানে পবিত্র বৃক্ষশাখা
প্রকৃতি যেন মেঘের কাজল আকাঁ
পিচ ঢালা পথে মেহগনির ঝরা পাতা
নীলিমা নিমগ্ন মেঘদূত অজানায় যেন ভাসা
বৃষ্টিতে ধরা রচে মেঘ,আকাশে,সাগরে,অরণ্যে,পাহাড়ে
ফুলিয়া ফুলিয়া ফেনিল আকাশ গর্জে উঠে বাহারে!
বর্ণিল ধরিত্রী খুজেঁ শুভম জোড়া শালিক
কিছু ভাবনা মানি আমরা অদ্ভূত অলীক!
হৃদয় নদীর বৃষ্টি ভেজা ঝড়ের ঢেউ,
তোমরা দেখেছো কেউ?
মনের আকাশে মেঘ জমা হলে শেষ
হৃদয় ঝড়ের আকস্মিকতায় যে রেশ;
দেখেছো কি ফাগুনের কৃষ্ণচূড়ার আগুনে
বাউল বাতাসে বৃষ্টির অবাধ সে সমাবেশ!
ফেরারী মনের চঞ্চল পাখীরা উড়ে যায় অজানায়
মেঘলা আকাশে বৃষ্টিরা জমাট বাধেঁ শ্রাবণ সন্ধ্যায়
যখন পড়বে একদিন মনের খাতায় লিখা এ গান
তখন রইবে না বৃষ্টি ভেজা পাখীর যৌবণ অম্লান।