বন্ধুত্বের প্রেম
কে বলেছে ভালোবাসা
একবারই আসে?
শুনে ভালোবাসা যেনো
মিটিমিটি হাসে..
এ বয়সে,
ভালোবাসার কথায়
বাড়ে রক্তচাপ!
পেলে নির্ঘাত হবে;
হার্ট এটাক!
দু 'জনই শুনি গান,
নিভৃতে নিঃশ্বাস বহমান।
সেদিন ছুঁড়ে দিলে
অপশন মহামূল্যবান!
নিঃশ্বাস হবো আমি?
না হব যন্ত্রণার প্রশ্নবান?
ভালোবাসার রহস্যের ভার
বুঝতে পারে সাধ্য কার?
প্রবর্তকের ঘুর চাকায়,
নীলাকাশে ভাসে ঘুড়ি
চাতকের পিয়াস জাগে
জাগে মেঘে ঢাকা পরী;
বলেছিলে একটাই জীবন!
তবে কেনো নিঃশেষে
হবো বিলীন?
কে চায় বলো কার যন্ত্রণা হতে
কাল মহাকাল তবে চলে যাক!
মুক্তি মিলেনা কভূ
তৃষ্ণার্ত এ হৃদয় তবু;
দায় নেয় না কেহ
অবুঝ প্রেমের তরে
হারে নির্ভরশীল বন্ধুত্ব।।