বন্ধুত্বের অহংকার
কবুতর, বেড়াল বা
হুতুম পেচাঁর চোখে
যদি খোঁজো
বন্ধুত্বের ভালোবাসা
কোনো সুখ বা দুখের অবসরে;
আলোর বদলে খোঁজো তা অন্ধকারে ।
অসীম আকাশে
বুক পেতে কেউ,
মুছে দেয় না
অনাবিল অন্ধকার ।
রবি-শশী থাকে না
আকাশে একসাথে ;
ঘুড়ি যে উড়ে গেলো…
রাখো্নি তো নাটাই হাতে!
গন্ডির তরে
হারিয়ে যাওয়া বন্ধুত্ব
পাওয়া যায়না বারংবার।
একই রবি-শশির
সাথী হয়েও অনেক বন্ধু
করতে পারেনা
বন্ধুত্বের অহংকার!