বলা না বলা কথা
মৃদুমন্দ বাতাসের শীতলতায়
অপলক তাকাই বৃষ্টিস্নাত গোলাপে
কি নিষ্পাপ সে অবুঝ পাপড়ি
স্নানের স্নিগ্ধতায় কোমল গড়নে
যেন এক তৃপ্তপ্রেমের হালখাতা।
অন্তরে অন্তরে গুমরে মরি,
কখনো সীমানা ছাড়াই,
কথায় কথায় পেরিয়ে যাই
জীবনের অথৈই নদী
নতুন কেতনেরে করি আহ্বান।
আকুল পিয়াসী নিদান তিয়াসী বাসনায়
আঁধারের বুকে মেঘমাল্লায়
জোছনার রূপের অপেক্ষায়
অনন্তলোকে মিশে থাকা বাসনায়
বলা না বলা কথা।।