বৈষম্যের ক্লান্তি
মানুষ ও অমানুষের কথা আলাদা
দুয়ের মাঝে মনুষ্যত্ব পরে যে চাপা ।
সমাজে সমালোচনা শুধু
বৈষম্যের আড়ালে মাপা ।
চির পরিচিত পৃথিবীর প্রকৃতিতেও
যে বিস্মিত বৈষম্যের খ্যাতি,
হতদরিদ্র কোনো ম্লান মুখেও
অশিক্ষা আর কুসংস্কারের সে আরজ ।
হেণ কালে, শক্ত মনের মানুষেরও
ব্যর্থ বাস্তবতায় মরতে ইচ্ছা হয় ।
ক্লান্তিতে অবসাদ জাগে;
জীবনাবসানে ঘটে অবসাদের অবসান ।।