বড্ড বেমানান
আকাশ ছোঁয়া ইমারতের
বিষ নীল নিঃশ্বাসে
সে বেঁধেছে শান্তির নীড়;
আর কৃপণ ঝলমলে সিগন্যালের পাশে
আঁধারে অপেক্ষারত ভিখারী বসে;
অতীত ভবিষ্যত চিন্তায় মশগুল।
সময়ের নিষ্ঠুরতায় যেনো জমেছে
আলো হারানো বিশাল অন্ধকার!
এমন ক্ষুধার তাড়নায়
চাঁদের মায়াবী পূর্ণিমা হৃদয়ে এটে,
তার দিন রাত কাটে।
বিশ্বময় মৃত্যু মিছিলে সে
নিস্ঠুর রুদ্ররুপ যে
আজ বড্ড বেমানন!