কোনো এক নাবিক, সুখ নামে এক কাল্পনিক
কোনো সমুদ্রে- অগাধ,অকূল, অপার অবস্হানে
ছোট্ট তরী বেয়ে, দীর্ঘ সমুদ্রে খুজেঁ ফেরে সুখদ্বীপ
বহুদিন পরে আজ মনে পড়লো
শুরুতেই যেন সে আবার ফিরলো
ম্যাগিলান কি তার জাহাজটি
একই দিকে এমন চালিয়েছিলো?
দীর্ঘকাল পরে শুরুতেই ফিরে
তোমার দুটি চোখে চেয়ে বলেছিলো
যে পৃথিবী তোমার আমার, সে পৃথিবী গোলাকার!
নাকি বলেছিলো,
পথের নেই কোনো শেষ,পথই নতুন পথের সৃস্টি করে
কখনও আর তাকানো হবে না তোমার ও চোখে!
মেঘ মাঝে গতি শব্দ, ভূ-ধর পর্যন্ত আবদ্ধ
তার যে অন্বিত মাধ্যাকর্ষণ, ততোধিক তব অভিমান
ওদিকে ছুটো না বন্ধু- অসীম বন্ধুর পথ।
ফিরে দেখো, কেমন কুয়াশার মাঝে মিষ্টি সূর্য
অন্তর প্রজ্জ্বলিত করো, বৃষ্টির অপেক্ষা করোনা
তোমাদের আছে একরাশ জমাট মেঘ
তাই বৃস্টিতো একসময় হবেই।