বিশ্বাসের সম্মোহন
ভাবে বীরপুরুষ আর মনে
মহা কাপুরুষ আহাম্মক!
গভীর নিঃশ্বাসে বিশ্বাসকে
জড়িয়ে করো সম্মোহন।
যদি মাথাই তুলতে না জানো
তুমি দেখাবে চোখ রাঙানো?
আঙ্গুল যদি মুঠোই করতে না পারো
তবে দূরের কথা ঘুষি বাগানো।
আমি যে সয়েছি নিঃসহায়ে হানা
কপট শিক্ষিত পৌরুষ ছকের কাহানা!
কেমনে খেললে এ বাক্সবন্দী সাপ লুডুর খেলা,
আপোষেই বয়েছি তোমার কতই না অবহেলা।
ভাগ্যে জুটেছে দিন-রাতের তাড়ায়
মইয়ের বদলে গোপন হিংসার সাপ;
কাটাঁ দিয়ে কাটাঁ তোলার কৌশলটা
না জানাই ছিলো আমার আজন্ম পাপ।
আর মুখোমুখি হবার তরে
তোমার যে ভয় বা সংকোচ;
বিশ্বস্ততার দিগন্ত ছোয়া অন্ধত্বে
আমায় করলে তচনচ!